সাগর আহমেদ: নবীগঞ্জে খেলা করতে গিয়ে চলন্ত সিএনজি অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল মরিয়ম আক্তার (৪) নামে এক শিশুর। নিহত শিশু বানিয়াচং উপজেলার সানঘর গ্রামের তাজুল ইসলামের মেয়ে। বর্তমানে সে নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামে মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১টার দিকে মরিয়ম আক্তার বাসার সামনে খেলছিল। এ সময় নবীগঞ্জ থেকে গুমগুমিয়া গামী একটি সিএনজি (অটোরিকশা) হবিগঞ্জ-থ (১১-৫৮৪৫) নবীগঞ্জ-কাজীগঞ্জ সড়কের গন্ধা পয়েন্টে বেপরোয়া গতিতে চালিয়ে আসলে খেলার ছলে শিশুটি সিএনজির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশ থানায় নিয়ে আসেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply