ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি পাম্পে আগুন, আহত কয়েকজন।। ক্ষতি ২০ কোটি টাকা

নবীগঞ্জ (হবিগঞ্জ):থেকে নিজস্ব সংবাদদাতা ::ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি সিএনজি গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে পুরো পাম্প। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি বাস ও ১০টি সিএনজি অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত হয়। ভয়াবহ এ ঘটনায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে একটি যাত্রীবাহী বাসে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাস পাইপ ছিঁড়ে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। এতে পাম্পে থাকা ১০টি সিএনজি ও একটি বাস সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের ভয়াবহতায় আশপাশে থাকা শতাধিক গাড়ির চালক-যাত্রী ও স্থানীয় লোকজন আতঙ্কে দিকবিদিক ছুটোছুটি করতে থাকেন।
এ সময় পাম্পের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) সহ অন্তত ৬ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে কয়েকজন তিন তলা ভবন থেকে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পান। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, আমরা তিনতলায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে দেখি চারিদিকে আগুন। প্রাণ বাঁচাতে ধানক্ষেতে লাফ দিয়ে পড়ে বেঁচে যাই। এতে আমাদের ৬ জন আহত হয়েছে। অন্তত ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান জানান, “আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ততক্ষণে ১০টি সিএনজি, একটি বাস ও পুরো পাম্পই পুড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা বলছেন, এত বড় অগ্নিকাণ্ডে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে তা অনেকটাই কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা