-
- জাতীয়
- নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- আপডেট টাইম : April, 10, 2025, 3:11 pm
- 5 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়সল তালুকদার (৪২) কে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের শিরু মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (১০এপ্রিল) দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম-এর নেতৃত্বে এসআই সুমন মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শহরের খালিক মঞ্জিলের সামন থেকে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহ ফয়সল তালুকদার নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি নাশকতা মামলার (মামলা নং-১৫) সন্দেহভাজন আসামি।
নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ফয়সল তালুকদার বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি নাশকতা মামলার মামলা সন্দেহভাজন আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply