নবীগঞ্জ উপজেলা বিএনপির প্রথম সভায় জিকে গউছ।। দলের মধ্যে কোন ফাটল চাইনা

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির প্রথম প্রস্তুতি সভা বুধবার সকাল ১১টায় ছালামতপুর হাজারী কমিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি. কে. গউছ।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা এবং যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান সেতু, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বয়েতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ, শাহ দ্বারা আলী, এডভোকেট জালাল আহমদ, উপজেলা যুবদল সভাপতি মোশাহিদ আলম মুরাদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, ছাত্রদল নেতা তৌহিদ চৌধুরী, নাবেদ মিয়া প্রমুখ।
প্রধান অতিথি জিকে গউছ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সুযোগ পেলেই তারা ছোবল দিবে।
তিনি আরও বলেন, দলের মধ্যে কোনও ফাটল চাই না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। যারা আন্দোলনে ছিলেন না, জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেননি কিংবা নৌকার পক্ষে অবস্থান নিয়েছেন, তারা বিএনপির শুভাকাঙ্ক্ষী নন, সুবিধাবাদী।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী দোসরদের দলের কমিটিতে কোনও স্থান নেই। যতই শক্তিশালী হোন না কেন, এ বিষয়ে কোনো আপস হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা