-
- Uncategorized
- নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২
- আপডেট টাইম : April, 29, 2025, 12:26 am
- 2 বার
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে সিআর মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ২০১৮ সালে মৌলভীবাজার সদর থানায় যৌতুক বিরোধী আইনে দায়েকৃত মামলার আসামী সানুর মিয়া। সে নবীগঞ্জ উপজেলার তাহিরপুর গ্রামের মৃত তাজুদ মিয়ার পুত্র। অপর গ্রেফতাকৃত আসামী হলো ইনাতগঞ্জের উমরপুর গ্রামের আস্তফা মিয়ার পুত্র আলমগীর মিয়া। সে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী।
রোববার নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে :এসআই,আনিসুল ইসলাম, এসআই,অনিক পাল, এএসআই,এটি, এম মোশারফ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন পিপিএম গ্রেফতারের বিষয়টি নিকরেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply