নরসিংদীর বেলাবোতে চকমখোলা তারুণ্যের ঐক্য সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ডেস্ক রিপোর্ট ::

নরসিংদী জেলার বেলাবো উপজেলার চকমখোলা তারুণ্যের ঐক্য সংগঠনের আয়োজনে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শনিবার বেলা ১১টার সময় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ৩২ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সাবেক গ্রামীণ ব্যাংক কর্মকর্তা কামাল হোসেন, সাধারণ সম্পাদক ও ঢাকা পঙ্গু হাসপাতালের নার্সিং কর্মকর্তা সোহরাব হোসেনসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

 

উপহার সামগ্রী পেয়ে উপকারভোগী মানুষজন অত্যন্ত খুশি হন। তারা সংগঠনের সদস্যদের জন্য মহান আল্লাহর কাছে নেক হায়াত কামনা করে দোয়া করেন। সংগঠনের এমন মহতী উদ্যোগ দেখে অনুষ্ঠানে আসা অতিথিরাও সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 

সংগঠনের সভাপতি কামাল হোসেন জানান, চকম খোলা তারুণ্যের ঐক্য সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের অসহায় ও অবহেলিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। এছাড়াও সংগঠনটি প্রতি ঈদে ঈদ সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল সেবা, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা। তিনি সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার আশা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

 

সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, “আমাদের সংগঠন সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে দুঃস্থ ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে যাবো। সমাজের বিত্তবানদেরও আমরা আহ্বান জানাই, তারা যেন মানবতার সেবায় এগিয়ে আসেন।”

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের মানবসেবামূলক কাজের জন্য ধন্যবাদ জানান। তারা বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে দারুণ ইতিবাচক প্রভাব ফেলে এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এ কার্যক্রম পরিচালনার জন্য আমরা সহযোগিতা করতে প্রস্তুত।”

 

সংগঠনের এই মহতী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা