-
- Uncategorized
- নোয়াখালীতে মোটরসাইকেল ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- আপডেট টাইম : February, 5, 2019, 4:30 pm
- 508 বার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরেফিন তারেক (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার (৪ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। নিহত তারেক একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জোবেদার ব্যাপারীর বাড়ির বাহার উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায, রাতে গাবুয়া বাজারের নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে চৌমুহনী-মাইজদী সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাত ১টার দিকে গাবুয়া দক্ষিণ বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে গুরুত্বর আহত হয় তারেক।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে আজ ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply