ডেস্ক রিপোর্ট ::
জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ সাউন্ড গ্রেনেড (শব্দ বোমা) নিক্ষেপ করেছে। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে অংশ নেন শিক্ষকরা।
রোববার (১২ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে পুলিশ প্রেসক্লাবের দিকে অগ্রসর হয়ে আন্দোলনকারীদের সরাতে শব্দ বোমা নিক্ষেপ করে। এ সময় শিক্ষকরা পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। শব্দ বোমা নিক্ষেপের পর কিছু সময়ের জন্য তারা সরে গেলেও অল্প সময়ের মধ্যে ফের প্রেসক্লাবের সামনে জড়ো হন।
শিক্ষক নেতারা মাইকে সবাইকে শান্ত থাকার ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। দুপুরে আন্দোলনরত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনা করেন। প্রতিনিধি দলে ছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিনসহ আরও ১২ জন শিক্ষক নেতা।
আজ সকাল ১০টা থেকে তারা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। এর আগে গত ১৩ আগস্ট একই দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছিলেন তারা। তখনও শিক্ষকরা বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি চালুর দাবি জানান। পরবর্তীতে সেপ্টেম্বর মাসে আংশিক ও পূর্ণদিবস কর্মবিরতি পালনসহ বিভাগীয় শহরগুলোতে শিক্ষক সম্মেলনের আয়োজন করেন আন্দোলনকারীরা।
Leave a Reply