বাজ পাখির জীবন পরিবর্তনের গল্প

বাজ পাখির জীবন পরিবর্তনের গল্প::

এক বৃদ্ধ বাজ পাখি ছিল, যে প্রায় ৪০ বছর বয়সে পৌঁছে গিয়েছিল। এই বয়সে তার নখগুলো অনেক লম্বা ও বাঁকা হয়ে গিয়েছিল, যার ফলে সে আর শিকার ধরতে পারত না। তার ঠোঁটও ভেঙে গিয়েছিল এবং ডানার পালকগুলো ভারী হয়ে যাওয়ায় সে ভালোভাবে উড়তে পারছিল না।

বাজ তখন বুঝতে পারল, তার সামনে দুটো পথ আছে— হয় সে এভাবেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, নাহয় সে এক কঠিন পরিবর্তনের মধ্য দিয়ে যাবে।

পুনর্জন্মের কঠিন পথ

বাজ তখন এক পাহাড়ের চূড়ায় গেল এবং নিজেকে এক গোপন গুহায় লুকিয়ে ফেলল। সেখানে সে প্রথমেই তার পুরনো ঠোঁটটিকে পাথরে আঘাত করে ভেঙে ফেলল। নতুন শক্তিশালী ঠোঁট গজাতে প্রায় এক মাস লেগে গেল। এরপর সে তার পুরনো নখগুলো উপড়ে ফেলল, যাতে নতুন ধারালো নখ জন্মায়।

সবশেষে, সে তার ভারী পালকগুলো একে একে উপড়ে ফেলল, যাতে নতুন পালক জন্মাতে পারে।

নতুন জীবন

প্রায় পাঁচ মাস পর, বাজ একেবারে নতুন শক্তি নিয়ে বের হলো। সে এখন আগের মতোই শক্তিশালী, দ্রুতগামী এবং ক্ষিপ্র। সে নতুন করে শিকার করা শুরু করল এবং আরও ৩০ বছর বেঁচে থাকল।

শিক্ষা:

আমাদের জীবনে পরিবর্তন আনতে হলে কষ্ট স্বীকার করতে হয়। পুরনো অভ্যাস ও দুর্বলতাগুলোকে বাদ দিয়ে নতুন কিছু গ্রহণ করতে পারলেই আমরা সত্যিকারের সফলতা অর্জন করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা