ডেস্ক রিপোর্ট ::
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৫ মে) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর একটি গরু পাশের বাড়ির হামিদা বেগমের ধানের খড় খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মহিলাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা দ্রুত দুই পক্ষের পুরুষদের মধ্যে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে রূপ নেয়।
দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে টেটাবিদ্ধ ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। উত্তেজনা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply