হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং সেনা ক্যাম্পে গতকাল সকালে সাংবাদিকদের জন্য এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মশালা দুপুর ১টা পর্যন্ত চলে।
এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় সংবাদ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও ধারণা প্রদান করা হয়। বানিয়াচং সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর সালাউদ্দিন সাংবাদিকদের ব্রিফিং করেন।
এসময় অন্যান্য সেনা কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজনকে প্রশংসা করেন।
Leave a Reply