-
- জাতীয়
- বেকারি পণ্যে মেয়াদ ও ওজন না থাকায় নবীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- আপডেট টাইম : August, 27, 2025, 9:19 pm
- 9 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::নবীগঞ্জ পৌরসভা এলাকার জেলা পরিষদ ডাক বাংলোর কাছে অবস্থিত শেখ আলীশা ফুড এবং মাওলানা স্পেশাল বেকারি নামক দুটি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা করে মোট ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। বেকারি পণ্যগুলোতে উৎপাদনের তারিখ, মেয়াদ এবং নিট ওজন উল্লেখ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এই জরিমানা করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
প্রতিষ্টান দুটি হচ্ছে নবী হোসেনের ছেলে আলমগীর মিয়ার মালিকানাধীন ডাক বাংলো রোড শেখ আলীশা ফুড জরিমানা: ১৫,০০০/- টাকা এবং একই রোডে নুরুল হকের ছেলে মো: আলেক মিয়া, প্রতিষ্ঠান মাওলানা স্পেশাল বেকারি, ১৫,০০০/- টাকা।
এ বিষয়ে ইউএনও রুহুল আমিন বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পণ্যের সঠিক মান এবং ওজন নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষায় এবং মানহীন পণ্য উৎপাদন ও বিক্রি বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply