ডেস্ক রিপোর্ট::
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নিজের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন তাসনিম জারা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি সশরীরে উপস্থিত হয়ে এই আবেদন জমা দেন।
গত ২৭শে ডিসেম্বর এনসিপি-এর সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তাসনিম জারা। তবে ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঢাকার রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেন। বাতিলের কারণ হিসেবে জানানো হয়েছিল, দাখিলকৃত এক শতাংশ ভোটারের তথ্যের মধ্যে দুইজনের স্বাক্ষরে অমিল পাওয়া গেছে।
আপিল জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন: প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন দিয়েছেন এবং নিজেরাই বুথ তৈরি করে ভলান্টিয়ারিং করেছেন। তাদের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে আমরা শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব। সেই লক্ষ্যেই আজ আপিল করেছি।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের প্রথম দিনে সারাদেশে মোট ৪২ জন প্রার্থী আবেদন করেছেন। যাদের মধ্যে তাসনিম জারা অন্যতম। আগামী ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত সংক্ষুব্ধ প্রার্থীরা ইসিতে তাদের আপিল জমা দেওয়ার সুযোগ পাবেন।
Leave a Reply