মহান স্বাধীনতা ও জাতীয় দিবস: বীরত্ব, আত্মত্যাগ ও গৌরবের প্রতিচ্ছবি

ডেস্ক রিপোর্ট ::
বাংলাদেশের ইতিহাসে ২৬ মার্চ এক অবিস্মরণীয় দিন। এই দিনটি বাঙালি জাতির দীর্ঘ সংগ্রামের ফসল—একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণাপত্র। ১৯৭১ সালের এই দিনে বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতার রূপ নেয় এবং শুরু হয় মহান মুক্তিযুদ্ধ।
বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা জন্ম নেয় বহু আগে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটলেও নতুন রাষ্ট্র পাকিস্তানে পূর্ব বাংলার জনগণ শোষণের শিকার হয়। ভাষা আন্দোলন (১৯৫২), ছয় দফা আন্দোলন (১৯৬৬) এবং গণঅভ্যুত্থান (১৯৬৯) ধাপে ধাপে বাঙালির স্বাধীনতার ভিত্তি রচনা করে। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় লাভ করলেও পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায়।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী “অপারেশন সার্চলাইট” পরিচালনা করে নিরস্ত্র বাঙালিদের ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালায়। হাজারো নিরপরাধ মানুষ নিহত হন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে চালানো হয় গণহত্যা। এই বর্বরতার বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়।
২৬ মার্চের ঘোষণার পর, শুরু হয় নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। সারা দেশের মুক্তিকামী জনগণ সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ভারত, তৎকালীন সোভিয়েত ইউনিয়নসহ বিভিন্ন দেশ বাংলাদেশকে সমর্থন জানায়। অবশেষে ১৬ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করে, আর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
মহান স্বাধীনতা দিবস শুধু একটি তারিখ নয়; এটি আমাদের গর্ব, বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক। দিনটি সরকারিভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়—জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলেও জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতার গান বাজানোর মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়।
মহান স্বাধীনতা দিবস আমাদের দেশপ্রেম, আত্মত্যাগ ও ঐক্যের শিক্ষা দেয়। এই দিনে শপথ নিতে হবে, আমরা যেন মুক্তিযুদ্ধের চেতনা ধরে রেখে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারি। স্বাধীনতার অর্জনকে অর্থবহ করতে হলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা এবং দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা