মা-বাবার ভালোবাসা-এক হৃদয়ছোঁয়া গল্প
………
রাতের অন্ধকারে ছোট্ট ঘরটির কোণায় বসে কাঁদছিল পার্থ। তার হাতে পরীক্ষার রিপোর্ট কার্ড—অঙ্কে ফেল করেছে সে। জানে, বাবা-মা কত কষ্ট করে তাকে পড়াশোনা করায়। বাবার রিকশার আয় আর মায়ের সেলাইয়ের টাকায় সংসার চলে। এই ফলাফল তাদের কষ্টের দাম দিতে পারল না!
মা ঘরে ঢুকে পার্থের কাঁধে হাত রাখলেন।
— “কিরে বাবা, কাঁদছিস কেন?”
পার্থ কাঁদতে কাঁদতে রিপোর্ট কার্ডটা মায়ের হাতে দিল। মা চুপচাপ দেখে গেলেন। একটু পর বাবা এলেন, তিনিও দেখলেন। পার্থ ভয় পাচ্ছিল, নিশ্চয়ই বাবা খুব বকবে!
কিন্তু বাবার কণ্ঠে ছিল আশ্চর্য কোমলতা।
— “তুই ফেল করেছিস মানে এই নয় যে তুই হার মেনে যাবি। আমরা তো তোকে পড়তে বলেছি যেন ভালো মানুষ হস, বড় চাকরি পাওয়ার জন্য নয়। চেষ্টা কর, পরের বার ঠিক ভালো করবি।”
মা তখন মাথায় হাত বুলিয়ে বললেন,
— “আমরা তোকে ভালোবাসি রে বাবা, তোর নম্বরের জন্য না, তুই আমাদের ছেলে বলেই। আর একবার চেষ্টা কর, দেখবি পারবি!”
পার্থ বিস্মিত হলো। এত ভয় পাচ্ছিল যে বাবা-মা হয়তো রাগ করবে, অথচ তারা তাকে ভালোবাসা আর সাহস দিল! সেই রাতেই সে প্রতিজ্ঞা করল—কোনো কিছুতেই হার মানবে না।
মাস কয়েক পর পরীক্ষার ফল বেরোল। পার্থ অবাক হয়ে দেখল, এবার সে প্রথম দশজনের মধ্যে জায়গা পেয়েছে! খুশিতে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল, মা’কে বলল,
— “তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
বাবা-মা শুধু মিষ্টি হেসে বললেন,
— “তুই আমাদের গর্ব।”
এ ধরণের গল্প নিয়ে আসবো কি-না কমেন্টে জানাবেন।
Leave a Reply