মা হারিয়ে সন্তানদের আর্তনাদ।। নবীগঞ্জ প্রেসক্লাবে কান্নায় ভেঙে পড়ল পরিবার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার আরিকুল নেছা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা মা নিখোঁজ হওয়ার পর থেকে সন্তানরা পাগলের মতো খোঁজ করছেন মাকে। প্রিয় মুখটি ফিরে পেতে তারা বুধবার সারাদিন নবীগঞ্জের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। শেষ আশ্রয় হিসেবে নবীগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে সাহায্য চেয়েছেন এই অসহায় পরিবারটি।
পরিবার সূত্রে জানা গেছে, আরিকুল নেছা বেগম হলেন বানিয়াচং যাত্রাপাশা এলাকার আব্দুল হান্নান ওরফে সুমু মিয়ার স্ত্রী। মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি হাতে বাজারের ব্যাগ নিয়ে ঘর থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। স্থানীয় বানিয়াচং বাসস্ট্যান্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে ৭টার দিকে তিনি নবীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশায় উঠছেন।
এরপর থেকে নিখোঁজ এই বৃদ্ধার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবার ও স্বজনরা চারদিক ঘুরেও ব্যর্থ হয়েছেন। নিরুপায় হয়ে বুধবার নবীগঞ্জ প্রেসক্লাবে এসে উপস্থিত হন তাঁর ছেলে শাওন মিয়া ও মেয়ে তাসলিমা আক্তার। চোখে-মুখে ক্লান্তি আর উদ্বেগ নিয়ে তারা সাংবাদিকদের বলেন,
আমাদের মা বেঁচে আছেন,এই আশায় আমরা প্রতিদিন খুঁজে বেড়াচ্ছি। যদি কেউ উনাকে কোথাও দেখে থাকেন, দয়া করে আমাদের জানান। মাকে খুঁজে পেতে সহযোগিতা করুন। আমরা শুধু আমাদের মাকে ফিরে পেতে চাই।
ছেলে শাওন মিয়া জানান, এ ঘটনায় বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করা হয়েছে। তিনি জানান, মায়ের পরনে ছিল কালো বোরকা ও নীল ওড়না।
বৃদ্ধা আরিকুল নেছা বেগমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে,যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি বা পথচারী ছবির এই মহিলাকে কোথাও দেখতে পান, তাহলে অনুগ্রহ করে বানিয়াচং থানা পুলিশ, নবীগঞ্জ প্রেসক্লাব, অথবা তাঁর ছেলে শাওন মিয়া (মোবাইল: ০১৩১২-৪৯৯১১২)—এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
একটি অসহায় পরিবারের এই মানবিক আকুতি ছড়িয়ে পড়ছে সর্বত্র। তারা শুধু একটাই প্রার্থনা করছেন,যে কোনোভাবে যেন মাকে ফিরে পাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা