ডেস্ক রিপোর্ট::
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত জানান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন।
তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করতে প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হলেও প্রস্তাবক ও সমর্থকদের মধ্যে যাচাই করা ১০ জন ভোটারের মধ্যে দুজন ঢাকা-৯ আসনের ভোটার নন। নির্বাচন বিধি অনুযায়ী এই ত্রুটির কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।
এ বিষয়ে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, তিনি প্রয়োজনের চেয়ে বেশি ভোটারের স্বাক্ষর জমা দিয়েছেন এবং যাচাই করা দশজনের স্বাক্ষরই সঠিক ছিল। তবে নির্বাচন কমিশনের ডাটাবেজ অনুযায়ী দুজন ভোটারের আসন ভিন্ন দেখানো হয়েছে, যা সংশ্লিষ্ট ভোটারদের জানার কোনো সুযোগ ছিল না বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, একজন স্বাক্ষরকারী খিলগাঁও এলাকার বাসিন্দা, যেখানে একাধিক সংসদীয় আসন রয়েছে। অন্য একজনের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি ঢাকা-৯-এর ভোটার হলেও অনলাইনে এখনো শরিয়তপুরের ভোটার হিসেবে দেখাচ্ছে।
তাসনিম জারা জানান, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা ইতোমধ্যে আপিলের প্রক্রিয়া শুরু করেছেন।
উল্লেখ্য, তাসনিম জারা আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে দলটির রাজনৈতিক জোট নিয়ে মতবিরোধের জেরে তিনি পদত্যাগ করেন এবং পরে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
Leave a Reply