শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না।। মটর সাইকেল দুর্ঘটনায় ২ ভাই নিহত

সংবাদদাতা:: শায়েস্তাগঞ্জে চাচাত ভাই শাহ আলমের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না মো. তানভীর সুয়েম (২৬)। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর সুয়েম ঘটনাস্থলে মারা যান। পরে আহত অবস্থায় শাহ আলমকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে দরগা গেইট এলাকায় সে মারা যায়।
তানভীর সুয়েম উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলা মো. বেনু মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় ছাবেদ আলী ছেলে শাহ আলম (২৫) মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। এখানে তার অবস্থা অবনতি হলে ঢাকায় নেয়ার পথে দরগা গেইট এলাকায় সে মারা যায়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “শাহ আলমের বিয়ের বাজার করে তার চাচাত ভাই তানভীর সুয়েমকে নিয়ে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। নূরপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে সুয়েম মারা যায়। আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সে মারা যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শাহ আলমের বিয়ে হওয়ার কথা। বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা