-
- জাতীয়
- সাবেক এমপি শেখ সুজাতের ওপর হামলার ঘটনায় থানায় মামলা ।। আটক ১
- আপডেট টাইম : May, 3, 2025, 2:35 pm
- 3 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর একদিনে দুটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে—দুপুরে সশস্ত্র হামলা ও রাতে তার বাড়িতে অগ্নিকাণ্ড। বিএনপি নেতাকর্মীরা এই ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন। নবীগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে।
১ মে, বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় উপজেলা শ্রমিকদলের আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেখ সুজাত মিয়া। অনুষ্ঠান শেষে দুপুরে গাড়িতে ওঠার সময় স্থানীয় যুবলীগ নেতা জামির হোসেন রানা ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। সঙ্গে থাকা নেতাকর্মীদের প্রতিরোধে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামির হোসেন রানাকে একটি রামদা ও ছুরিসহ আটক করে।
এই ঘটনার পর বিএনপি নেতা শেখ মো. শিপন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় জামির হোসেন রানাকে। অন্য আসামিরা হলেন ইউসুফ মিয়া, ছাদির মিয়া, আব্দুর রশীদ, মামুন মিয়া, ছালেক মিয়া, শরিফ মিয়া এবং আরও ৫/৬ জন অজ্ঞাত ব্যক্তি।
এদিকে হামলার কয়েক ঘণ্টা পর, রাত ১১টার দিকে শেখ সুজাত মিয়ার নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের নিজ বাসায় আগুন লাগে। আগুনের সূত্রপাত হয় বাড়ির পেছনের একটি পরিত্যক্ত কক্ষে, যেখানে কেউ বসবাস করতেন না। আগুনে কিছু আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং নবীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
এই দুটি ঘটনার পর নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।
নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন জানিয়েছেন, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
সাবেক এমপি শেখ সুজাত মিয়া দাবি করেন, “এই দুটি ঘটনা একটি ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। আমাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছে। আমার পরিবার এখন আতঙ্কে রয়েছে।”
এ জাতীয় আরো খবর..
Leave a Reply