ডেস্ক রিপোর্ট ::
পঞ্চগড়, ১২ অক্টোবর ২০২৫ (যুগান্তর) — পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চ শেষে শনিবার রাত সাড়ে ৯টায় বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “এই রাজনৈতিক দেউলিয়াদের দেখে নেবো, তাদের কলিজা কত বড়—কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।
সোশ্যাল ও প্রশাসনিক তত্ত্বাবধানে বিদ্যুৎ সরবরাহে অনিয়মের অভিযোগ এনে তিনি নেসকোর মালিক এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতা দাবি করেন। এছাড়া সারজিস অভিযোগ করেন, প্রত্যেক জেলায় চাঁদাবাজ, চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ও কাল-প্রিট রয়েছে যারা স্থানীয় জনগণের রক্ত চুষছে।
সারজিস বলেন, এনসিপি ক্ষমতায় এলে নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বন্ধ এবং দলের দুর্নীতিবাজ সদস্যদের মুখোশ উন্মোচন করবো এবং দলে ঠাই হবে না।
Leave a Reply