সালমান শাহ প্রসঙ্গে মুখ খুললেন শাবনূর।। “ভ্রান্ত প্রচার বন্ধ হোক”

ডেস্ক রিপোর্ট::বাংলাদেশের কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ মারা গেছেন ২৯ বছর আগে। তবে গেল সোমবার আদালতের এক আদেশে তাঁর মৃত্যুর প্রসঙ্গ আবারও সামনে এসেছে। আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতদিন পর্যন্ত বিষয়টি অপমৃত্যু মামলা হিসেবে তদন্তাধীন ছিল, তবে এবার সেটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

এই ঘটনাকে ঘিরে আবারো আলোচনায় উঠে এসেছে সালমান শাহ ও জনপ্রিয় নায়িকা শাবনূরের নাম। বিভিন্ন সামাজিক মাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে।

এ পরিস্থিতিতে শাবনূর নিজেই মুখ খুলেছেন। সোমবার নিজের ফেসবুক পেজে তিনি ‘আবারও সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা’ শিরোনামে একটি পোস্টে লেখেন—

“২৯ বছর আগে সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে মামলা দায়ের হয়েছে। আমি বিদেশে অবস্থানকালীন সংবাদমাধ্যমে বিষয়টি জেনেছি। অনেকেই আমার মন্তব্য জানতে চাইছেন, কিন্তু যেহেতু এটি আদালতে বিচারাধীন, তাই আগে কিছু বলিনি। কিন্তু দুঃখজনকভাবে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়াচ্ছেন।”

তিনি আরও বলেন,

সালমান শাহ ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। তাঁর সঙ্গে কাজ করে আমার ক্যারিয়ার বিকশিত হয়েছে। আমি চাই, সালমানের মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং প্রকৃত অপরাধী যেন আইনের আওতায় আসে।”

শাবনূর সালমান শাহর পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন,

সন্তান হারানোর কষ্ট আমি নীলা আন্টির চোখে দেখি। তাঁর প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করি।”

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শাবনূর অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করছেন। একমাত্র সন্তান আইজানকে নিয়েই তাঁর ব্যস্ত জীবন। গেল বছর তিনি চলচ্চিত্রে ফেরার ঘোষণা দিয়ে দুটি সিনেমার মহরতে অংশ নেন, তবে শুটিং শুরু না করেই আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা