ডেস্ক রিপোর্ট::
সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। এর আগে এই ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা দুই হাজারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল।
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব শুক্রবার (১৫ আগস্ট) রাতে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্টের পর থেকে গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি টাকার পাথর লুটপাট করছে। তাদের সঠিক পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
পাথর লুটে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত চালানোর অনুরোধ করা হয়েছে।
স্থানীয় পরিবেশকর্মী ও ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, সিলেট থেকে এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি। ইতিমধ্যেই আনুমানিক ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
Leave a Reply