সুনামগঞ্জে নৌকা ডুবি: ৩১ ঘণ্টা পর শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দারাম হাওরে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন-কেশবপুর গ্রামের সামছুউদ্দিন (৬০) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার সাত বছরের মেয়ে নুসরাত বেগম।

রবিবার (২৪ আগস্ট) সকালে স্থানীয়দের খবরে হাওরে ভাসমান অবস্থায় সামছুউদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। এর কয়েক ঘণ্টা পর বিকাল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ নুসরাতের মরদেহ উদ্ধার করে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে কনে দেখতে যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনায় মোট সাতজন পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও সামছুউদ্দিন ও নুসরাত নিখোঁজ ছিলেন। দীর্ঘ উদ্ধার অভিযানের পর পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কান্দাপাড়া থেকে সাত যাত্রী নিয়ে একটি ছোট নৌকা মহেশপুরের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় এক ঘণ্টা পর দারাম হাওরে পৌঁছালে আকস্মিক ঝোড়ো হাওয়া ও প্রচণ্ড ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ থেকে যায়, যাদের মরদেহ পরদিন উদ্ধার করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা