সেনা অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

বুলবুল আহমেদ::হবিগঞ্জের বানিয়াচঙ্গে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১০টা ৪০ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত চলা এই অভিযানে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা ও নামাপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বানিয়াচং উপজেলা পরিষদসংলগ্ন ৬ বীর আর্মি ক্যাম্পের মেজর কাজী ফয়সাল আহমেদ। সেনাবাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও দেশীয় অস্ত্রের ব্যবসা চালিয়ে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল।
আটককৃতরা হলেন,দক্ষিণ পূর্ব বানিয়াচং ইউনিয়ন যাত্রাপাশা গ্রামের মজুম উল্লার পুত্র শিবলু মিয়া(৪৫) ও একই ইউনিয়নের নামাপাড়া গ্রামের আব্দুল নুরের পুত্র মো: জাকির মিয়া(৩২)।
অভিযানে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা,৫টি পোয়েল পেপার,নগদ ১,১৪০ টাকা,৯টি টেডা,৩টি দেশীয় দা,৪টি কেচি ও টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মালামাল বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এ ধরনের অভিযান মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের জন্য বড় সতর্কবার্তা হয়ে দাঁড়াবে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচঙ্গ আর্মি ক্যাম্পের মেজর কাজী ফয়সাল আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা