হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেলের ব্যাটারি নিয়ে সংঘর্ষ, আহত ৫০

ডেস্ক নিউজ ::

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মিরপুর বাজারে মোটরসাইকেলের ব্যাটারি ক্রয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর গ্রামের রুবেল মিয়া ও চারগাঁও গ্রামের এক যুবকের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বানিয়াগাঁও গ্রামের আকাশ আহমেদ এতে জড়িয়ে পড়লে সংঘর্ষটি দ্রুত ছড়িয়ে পড়ে।

দুই পক্ষের সংঘর্ষ মিরপুর বাজার থেকে শুরু হয়ে আশপাশের ১২টি গ্রামে ছড়িয়ে পড়ে। সংঘর্ষকারীরা মিরপুর বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর চালিয়ে মালপত্র রাস্তায় ফেলে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলেও সংঘর্ষের ভয়াবহতায় তারা পিছু হটতে বাধ্য হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষের ফলে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা