ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের প্রধান গেইটের প্রবেশমুখে বাইপাস সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
হবিগঞ্জ পুলিশ সুপার একেএম সাজেদুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে।
Leave a Reply