হবিগঞ্জে ৭৯ কেজি ভারতীয় গাঁজা ও ৪৭ বোতল মদ জব্দ

স্টাফ রিপোর্টার। হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৭৯ কেজি ভারতীয় গাঁজা এবং ৪৭ বোতল মদ জব্দ করা হয়েছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গত ২৯ অক্টোবর রাতে অভিযান চালানো হয়। ওই সময় তেলিয়াপাড়া এলাকা শূন্য লাইনের কাছের ঝোপঝাড় থেকে মালিকবিহীন অবস্থায় ৭৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

অন্য দিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী এবং সিন্দুরখান বিওপির বিশেষ টহলদল একই দিন পৃথক দুটি অভিযানে ৪৭ বোতল ভারতীয় মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করে।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “যেকোনো ধরনের মাদক পাচারকারী ও চোরাকারবারীদের বিরুদ্ধে বিজিবি সবসময় শক্ত অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “বিজিবি দেশের সীমান্ত সুরক্ষাসহ মাদক ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে সামাজিকভাবে মাদক বিরোধী আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।”

জব্দকৃত মাদকদ্রব্যগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা