ডেস্ক রিপোর্ট ::বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় অবশেষে নতুন মোড় এসেছে। দীর্ঘ ২৯ বছর পর তার অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। তদন্তে সত্য গোপন ও বিভ্রান্তি তৈরির অভিযোগ উঠেছে আগের তদন্ত প্রক্রিয়া নিয়ে।
নতুন মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে। অন্য ১০ আসামি হলেন— প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ও খলনায়ক ডন, সালমান শাহর সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ।
দীর্ঘদিন পর এ মামলার নতুন তদন্তে ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের মানুষদের মধ্যে আবারও আলোচনার ঝড় উঠেছে। অনেকেই আশাবাদী, এবার হয়তো প্রিয় নায়কের মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হবে।
Leave a Reply