ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ: নিহত ১, আহত ১০

নবীগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার বড়চর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর নামক স্থানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় পিকআপে থাকা চালকসহ ১১ জন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালক ময়না চাষা (৩৫) কে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা