নবীগঞ্জ প্রতিনিধি:: নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজীর উদ্যােগে উপজেলা শাখােয়া গ্রামবাসীর মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা শালিশে নিস্পত্তি করা হয়েছে।
জানা যায় নবীগঞ্জের করগাঁও ইউনিয়নে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে  গ্রামবাসীর মধ্যে মসজিদের মাইকে ঘােষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
 শনিবার  বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বিষয়টি নিষ্পত্তি কল্পে সভা অনুষ্ঠিত হয় ।
গত ১ আগস্ট সংঘর্ষের পর  সরেজমিন পরিদর্শনে করে উক্ত বিষয়টি সুষ্ঠুভাবে আপােষে নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করেন  সংসদ সদস্য গাজী মােহাম্মদ শাহনওয়াজ মিলাদ ।
 এরই প্রেক্ষিতে শনিবার ২৮ আগষ্ট বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বিষয়টি নিষ্পত্তিকল্পে  অনুষ্ঠিত সভায়  সংসদ সদস্য গাজী মােহাম্মদ শাহনওয়াজ মিলাদ এর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন , হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভােকেট আলমগীর চৌধুরী , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভােকেট গতি গােবিন্দ দাশ, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভােকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ থানার ওসি মােঃ ডালিম আহমেদ ,নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু,
 সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , জনপ্রতিনিধিবৃন্দ ও শাখােয়া ও করগাঁও গ্রামের লােকজন উপস্থিত ছিলেন ।
সভায় বিবাদমান দুই পক্ষের মতামতের প্রেক্ষিতে  বিষয়টি চুড়ান্ত নিস্পত্তি করা হয় ।

নবীগঞ্জে এমপির উদ্যােগে রক্তক্ষয়ী সংঘর্ষের  বিরোধ নিষ্পত্তি

ফেসবুকে আমরা