নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন যথাযথ ভাবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রস্তুতিমূলক সভায় নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক মনি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুমান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, নবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ দাশ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসরাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেলিম হায়দার, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার শাহনাজ ইসলাম, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক রিয়াজুল করিম চৌধুরী, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, নাদামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, শিপ্রা রাণী চৌধুরীসহ সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় আগামী ১৯-২০ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ মাঠে দু’দিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।