বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: বাহুবলে পুলিশের অভিযানে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও কৃষকলীগের সাবেক সভাপতি মুখলেছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ ।
সে উপজেলার বাবনাকান্দি গ্রামের মৃত সইদ উল্লাহর পুত্র। বর্তমানে হামিদ নগর এলাকার বাসিন্দা।
শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার বাহুবল মডেল থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হামিদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান তাকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে ।