-
- জাতীয়
- সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ আহত ৫, তিনজন ওসমানীতে প্রেরণ
- আপডেট টাইম : March, 21, 2025, 7:39 pm
- 77 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা:
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-আউশকান্দি মহাসড়কের মা ফাতেমা মাদ্রাসার পাশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত টমটমকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং উল্টে গিয়ে যাত্রীরা ছিটকে সড়কের বাইরে ও পাকা রাস্তায় পড়ে যান।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন নবীগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামের বদরুল মিয়া (৫০) ও সোনাপুর গ্রামের রনি মিয়া (৪০) ও তার শিশু কন্যা রোহি আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, আহত রনি মিয়ার বৃদ্ধা মা ধনিরা বিবি (৬৩) এবং স্ত্রী নাছরিন আক্তার (৩০) স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং ইনাতগঞ্জ বাজারের একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। পরে স্বজনরা এসে গুরুতর আহতদের সিলেটে নিয়ে যান।
আহত রনি মিয়া অভিযোগ করেন, “সম্পূর্ণ অন্যায়ভাবে পিকআপটি টমটমকে চাপা দিয়েছে, যার ফলে আমি, আমার মা, স্ত্রী ও শিশু সন্তান গুরুতর আহত হয়েছি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply