নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে শাহ আলম (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের হাওরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম একই গ্রামের মৃত আব্দুল আকিল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আলম প্রতিদিনের মতো বুধবার দুপুরে গরু চরাতে হাওরে যান। এ সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ির পথে রওনা দেন। পথিমধ্যে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply