বানিয়াচংয়ে সংঘর্ষের ঘটনায় সাবেক এমপি-ইউপি চেয়ারম্যানসহ ৮২ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট :: বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় বানিয়াচংয়ের বড় বাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় ৮২ জনের নাম উল্লেখসহ আরও ৬০-৭০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ৫ আগস্ট দুপুরে সংঘটিত এই ঘটনার অভিযোগে পূর্ব মন্দরী গ্রামের সুমন মিয়া মামলাটি দায়ের করেন। গতকাল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা দায়ের করলে আদালত তা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন এবং বানিয়াচং থানায় পাঠানোর আদেশ দেন।

মামলায় উল্লেখযোগ্য আসামীদের মধ্যে রয়েছেন সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, মিজানুর রহমান খান এবং সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা