নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি গার্মেন্টস সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে সোমবার সন্ধ্যায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি যানবাহনের মধ্যে প্রচণ্ড গতিতে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে আহতদের স্থানীয় জনগণ ও পুলিশ সদস্যদের সহায়তায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
(বিস্তারিত আসছে…)
Leave a Reply