নবীগঞ্জে সাবেক এমপি শেখ সুজাতের উপর হামলা, অস্ত্রসহ হামলাকারী আটক

হবিগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া। স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধে তিনি অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনায় অস্ত্রসহ একজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা শ্রমিকদলের আয়োজনে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন শেখ সুজাত মিয়া। অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার মুহূর্তে তিমিরপুর এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে যুবলীগ নেতা জামিল মিয়াসহ কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ— হামলাকারীরা পিস্তল, রামদা ও ছুরি নিয়ে অতর্কিতে হামলা চালায়। তবে সঙ্গে থাকা নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় জামিল মিয়াকে অস্ত্রসহ আটক করে।

এ বিষয়ে শেখ সুজাত মিয়া বলেন, “শ্রমিক দিবসের অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় কয়েকজন যুবক পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়। সঙ্গে থাকা নেতাকর্মীদের কারণে আমি রক্ষা পাই। পরে পুলিশ একজন হামলাকারীকে আটক করে।”

নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রামদা ও ছুরিসহ জামিল মিয়াকে আটক করে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা