স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় মোড়াকরি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে লাখাই থানার এএসআই আনোয়ারুল হকের নেতৃত্বে ফুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত নুর মিয়ার ছেলে ও মোড়াকরি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মিয়া (৪২) কে গ্রেপ্তার করা হয়। অভিযানে হবিগঞ্জ সদর থানা ও লাখাই থানার পুলিশ যৌথভাবে অংশ নেয়।
এছাড়াও বৃহস্পতিবার দিবাগত রাতে উপপরিদর্শক আক্তারুজ্জামান ও নুরুল ইসলাম মুন্সীর নেতৃত্বে গুনিপুর ও সাতাউক গ্রামে অভিযান চালিয়ে গুনিপুর গ্রামের জলাই মিয়ার ছেলে জসিম মিয়া (৪৫) এবং সাতাউক গ্রামের মিয়াধন মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া।
Leave a Reply