নবীগঞ্জে জনতার বাজারে পশুর হাট বন্ধ: মানববন্ধন ও প্রতিবাদ সভা

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বহুল আলোচিত জনতার বাজার পশুর হাট শনিবার (৫ জুলাই) বসতে দেয়নি যৌথবাহিনী। সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একটি বিশেষ টিম সকাল থেকে বাজার এলাকায় অবস্থান নেয় এবং গরু ব্যবসায়ীদের মাইকিং করে বাজার ত্যাগ করতে বলা হয়। ফলে হাজার হাজার গরু ব্যবসায়ী চরম বিপাকে পড়েন।
জনতার বাজার বন্ধ ঘোষণার পরপরই বাজার রক্ষার দাবিতে ‘দিনারপুর পরগনাবাসী’ ব্যানারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
জনতার বাজার থেকে মাত্র ৫০০ থেকে ১০০০ ফুট দূরে, হাজীগঞ্জ মেলার মাঠে তাৎক্ষণিকভাবে বিকল্প গরুর হাট বসানো হয়। সেখানে মুহূর্তের মধ্যে কয়েক হাজার গরু জমায়েত হলে বাজারটি জমে ওঠে।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জনতার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী তোফায়েল আহমদ এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। বক্তব্য রাখেন ডাঃ আবুল কালাম আজাদ, আব্দুশ শহীদ, আব্দুর রশিদ, ময়না মিয়া, কাজী জাহিদ আহমদ, সাবেক মেম্বার স্বপন মিয়াসহ অনেকেই।
বক্তারা অভিযোগ করেন, আদালতের নির্দেশনা অমান্য করে প্রশাসন জনতার বাজার বন্ধ করেছে। তারা সিলেটের বৃহত্তম এই গরুর হাট রক্ষায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা