সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার ৫

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত দেড়টা পর্যন্ত ক্যাপ্টেন সামিউল আযীমের নেতৃত্বে ৬ বীরের একটি দল (বানিয়াচং উপজেলা পরিষদ ৬ বীর আর্মি ক্যাম্প) বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ও ৩নং উত্তর পূর্ব ইউনিয়নের জাতি কর্ণপাড়া গ্রাম ও আমির হানি গ্রামে।
অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়, সেবন ও নারী ব্যবসার সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারীদ করার সাহস পেতনা। এসব মাদক সেবন করে স্থানীয় যুব সমাজ চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে উঠছে।
অভিযানে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি ইয়াবা কন্ট্রোলার, ৮শ গ্রাম গাঁজা, ৪টি কলকি, ৪ পিস ফুয়েল পেপার, ৪টি মোবাইল ফোন, ১টি দেশী দা ও ১টি চাকু উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন:হাবিবুর রহমানের পুত্র মো. সোহাগ মিয়া (২৮), গ্রাম: জাতি কর্ণপাড়া, ৩নং উত্তর পাড়া ইউনিয়ন, বানিয়াচং। নুরুল ইসলামের পুত্র মো. জুয়েল মিয়া, গ্রাম: পাঠানতুলা, ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন, বানিয়াচং। জামির হোসেনের পুত্র শান্ত শাহিন, একই গ্রাম। ইউনুস আলীর পুত্র মো. আফজাল মিয়া (৪০), একই ইউনিয়ন। মৃত আব্দুল হাইয়ের পুত্র মো. সাজ্জাত মিয়া (৪৫), গ্রাম: গরিব হোসেন মহল্লা, বানিয়াচং।
আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল হবিগঞ্জের বানিয়াচং থানার ডিউটি অফিসার এসআই জিয়ার নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এসআই জিয়া বলেন, “আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে আজ হবিগঞ্জ আদালতে পাঠানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা