কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

ডেস্ক নিউজ ::আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় আনা হচ্ছে বলে নিশ্চিত করেছেন সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন।

তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১ সেপ্টেম্বর মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিসহ মোট ২৫ জনের বিরুদ্ধে এ মামলা হয়। মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী।

এর আগে ১৭ আগস্ট একই মামলায় নাসির উদ্দিন সাথীকে গুলশান থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়।

উল্লেখ্য, যাত্রাবাড়ীর ওই মামলায় আসামিদের বিরুদ্ধে রাজনৈতিক অর্থায়ন ও হত্যার অভিযোগ রয়েছে। এর পর থেকেই তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার দাবি করে আসছিল বিভিন্ন সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা