স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি অবৈধ শিসা কারখানায় অভিযান চালিয়ে দুজনকে অর্থন্ড প্রদান করা হয়েছে।
৭ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(গ) ধারা অনুযায়ী হোসাইন আহমদ নামে একজনকে কে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড এবং আসাদুল্লাহ নামে একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
জানা যায়, সেখানে প্রতিদিন গড়ে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ব্যাটারি পুড়িয়ে সিসা আলাদা করা হচ্ছিল কারখানাটিতে। ব্যাটারি পোড়ানোর ফলে নির্গত কালো ধোঁয়া ও অ্যাসিডের গন্ধে পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই পরিচালিত এই কারখানার বিষাক্ত রাসায়নিক পদার্থ ফসলি জমি বেয়ে সরাসরি জোয়ালভাঙ্গার হাওর হয়ে কুশিয়ারা নদীর খালে মিশে যাচ্ছে। এতে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। অভিযানে সার্বিক সহযোগীতা করে নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
Leave a Reply