স্টাফ রিপোর্টারঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এমনটা ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে দেশের রাজনৈতিক দলগুলো৷ এরই ধারাবাহিকতায় এগুচ্ছে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু আলহাজ্ব হোসেইন মোহাম্মদ এরশাদ এঁর হাতেগড়া দেশের বড় একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি ৷ বর্তমান পরিস্থিতিতে এ অবস্থায় দলটির এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রার্থী বাছাই। হবিগঞ্জ -১ নবীগঞ্জ – বাহুবল আসনে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী রয়েছেন, তবে ইতিমধ্যে গণসংযোগে মাঠে নেমেছেন,
জাতীয় পাটি নবীগঞ্জ উপজেলা শাখার যূগ্ম সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৬নং কুর্শি ইউপি’র সহ সভাপতি বাবু রঞ্জু দেব,তাঁর পিতার নাম, প্রয়াত রাখেশ দেব, মাতা আরতী দেব৷ তিনি একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন৷ তিনি দীর্ঘ বছর ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত।
তিনি বলেন, তাঁকে যদি তাঁর দল দলীয় মনোনয়ন দেয়, তবে মরহুম সাবেক সফল রাষ্ট্রপতি পল্লী বন্ধু আলহাজ্ব হোসেইন মোহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সততা ও ন্যায় পরায়ন ব্যক্তি হিসেবে সাধারণ মানুৃষের কল্যাণে নবীগঞ্জ -বাহুবলের
মানুষের পাশে থেকে কাজ করবেন৷ পাশাপাশি
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নারীদের নিরাপদ কর্মসংস্থানের সৃষ্টি সহ এলাকার দুর্নীতি ও চাঁদাবাজি রোধে নিজের কাজের মাধ্যমে তা প্রমাণ করবেন৷ এদিকে সাধারণ ভোটারদের ধারণা এবারে নির্বাচন অন্যান্য সময়ের তুলনায় অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে৷ প্রার্থী যদি
ভোটারদের মন জয় করতে না পারেন,তবে নির্বাচনে জয়লাভ করা কঠিন হবে বলেও সচেতন মহলের ধারণা৷ এ বিষয়ে জাপা’র মনোনয়ন প্রত্যাশী বাবু রঞ্জু দেব বলেন,আমার জন্ম নবীগঞ্জে হলেও নবীগঞ্জ তথা বাহুবলের মাটি ও মানুষের সাথে আমার হৃদয়ের বন্ধন ও সুসম্পর্ক রয়েছে।
আমার প্রাণপ্রিয় নবীগঞ্জ ও বাহুবলের মানুষের চাওয়া-পাওয়ার দাবী আমি বুঝি, দীর্ঘ বছরধরে মাঠে থেকেই তৃণমূলের রাজনীতি করে আসছি, তাই আমি এই অঞ্চলের মাটি ও মানুষকে পছন্দ এবং বিশ্বাস করি। তাদের সুখ, দুঃখ-কষ্ট মর্মে মর্মে অনুভব করি। আমার দল জাতীয় পার্টি যদি আমাকে হবিগঞ্জ – ১ আসনে মনোনয়ন প্রদান করেন এবং এলাকাবাসী যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এমপি হিসেবে পার্লামেন্টে পাঠান তবে আমি তাদের কল্যাণে সবসময় নিয়োজিত থাকবো।
আর যদি দল আমাকে মনোনয়ন প্রদান নাও করেন তাহলেও আমি এ আসনের সর্বস্তরের জনগণের খেদমতে মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বস্ত হাতিয়ার হিসেবে থাকবো।
আমার বিশ্বাস গণ মানুষের দল ও বাংলাদেশ জাতীয় পার্টি আমাকে মনোনয়ন দিবেন,সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের দোয়া / আশির্বাদ কামনা করেন তিনি।
উল্লেখ্যঃ তিনি ২০১৪ সালে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করে ব্যাপক আলোচনায় এসে ছিলেন৷ তাঁর বিশ্বাস দল ও জনগণ তাঁকে মূল্যায়ন করবে৷
Leave a Reply