নবীগঞ্জে সর্পদংশনে কৃষক যুবকের মর্মান্তিক মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::জীবনের শেষ সকালটা কেউ এমনভাবে কল্পনাও করেনি।

করগাঁও গ্রামের পরিশ্রমী যুবক দিলওয়ার হোসেন (৩০) প্রতিদিনের মতো শনিবার সকালেও জমিতে গিয়েছিলেন কাজ করতে। ভাগ্যের নির্মম পরিহাস,সেই জমিতেই তার জীবনের ইতি ঘটে।

জানা গেছে, পেশায় মিশুক চালক দিলওয়ার অবসরে নিজের জমিতে কৃষিকাজ করতেন। শনিবার সকাল ১১টার দিকে করগাঁও ইউনিয়নের জন্তরী হাওরে জমিতে কাজ করার সময় একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে চিকিৎসক তাকে পাঠান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দুপুরের দিকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পরিশ্রমী এই যুবক।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য দিলওয়ারের মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে করগাঁও গ্রামের আকাশ-বাতাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা