নবীগঞ্জে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জের নবীগঞ্জে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন গ্রামের শতাধিক রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলু তালুকদারের অর্থায়নে এবং নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে ডাঃ সাহিদ চক্ষু হাসপাতালের দুইজন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখের পরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন। এর মধ্যে ৩৬ জন ছানিপড়া রোগীকে পরবর্তী অপারেশনের জন্য বাছাই করা হয়।

ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সহ-সভাপতি মুরাদ আহমেদ, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিটু, সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, সার্কেল শিক্ষা সেবা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান খান, সাংবাদিক মুজিবুর রহমান মুজিব, বৈষম্য ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাব সদস্য তালেব উদ্দিন ও প্রেসক্লাব সদস্য ও নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা ইকবাল হোসেন তালুকদার, সাগর আহমেদ।

এ ছাড়া নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা-১ সাইফুর রহমান চৌধুরী, দলনেতা-২ আসাদুজ্জামান সজল, সদস্য ফয়ছল আহমেদ, রেদোয়ান চৌধুরী, কাওছার আহমেদ, জাকারিয়া আহমেদ, সামাদুজ্জামান তারেক, সুয়েব আহমেদ, জাহেদুর রহমান ও রনি আহমেদ প্রমুখ সার্বিক সহযোগিতা করেন।

আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলু তালুকদার  বলেন, কৃতজ্ঞতা কোনো সাধারণ শব্দ নয়, এটি হৃদয়ের ঐশী আলো, যা মানুষকে মহৎ করে তোলে। অকৃতজ্ঞতা মনকে সংকুচিত করে এবং ভালোবাসা ও সৌন্দর্যের দরজা রুদ্ধ করে। চলুন আজ থেকেই বদলাই নিজেকে, যা পেয়েছি তাতে শুকরিয়া করি, আর যারা পাশে ছিলো, তাদের ধন্যবাদ জানাই,কারণ তাদের জন্যই কাজটা সহজ হয়েছে।

তিনি আরও বলেন, রেড ক্রিসেন্ট নবীগঞ্জ উপজেলার সকল সদস্য, হবিগঞ্জ থেকে আগত চিকিৎসকবৃন্দ এবং চিকিৎসা নিতে আসা প্রিয় মানুষজন সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমি আপনাদেরই একজন সন্তান, আমার শক্তি ও ভালোবাসা আপনাদের পাশে থাকবে আজীবন। আসুন, হিংসা নয় ভালোবেসে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা