ডেস্ক রিপোর্ট ::
বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল আর. ম্যাকফল তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ শেষে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে আবার ফিরে যেতে পেরে তিনি আনন্দিত। দেশটি তার কাছে পরিচিত এবং প্রিয়। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি দক্ষ ও অভিজ্ঞ দলের নেতৃত্ব দিতে তিনি প্রস্তুত বলেও জানান। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করা, প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগত লক্ষ্য বাস্তবায়নে কাজ করা এবং যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করতে প্রতিদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার রয়েছে।
সূত্র জানায়, নতুন এই রাষ্ট্রদূত আগামী ১২ জানুয়ারি ঢাকায় মার্কিন দূতাবাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা
Leave a Reply