রাতুল ছোটবেলা থেকেই খুব দুরন্ত ছিল। পড়াশোনার চেয়ে খেলাধুলা ও দুষ্টুমিতেই তার মনোযোগ ছিল বেশী। বিদ্যালয়ের শিক্ষকরা বলতেন, “এই ছেলে জীবনে কিছু করতে পারবে না!”

কিন্তু রাতুলের দাদু ছিলেন এক বিচক্ষণ মানুষ। তিনি বলতেন, “নামের দাম অনেক বড় জিনিস। মানুষ তার কাজ দিয়ে নিজের নামের মূল্য বাড়ায় বা কমায়।”

একদিন স্কুলে এক পরীক্ষায় সবাই দেখল, রাতুল সবার আগে খাতা জমা দিয়ে দিল! সবাই অবাক। শিক্ষক সন্দেহ করে খাতা পরীক্ষা করলেন। অবিশ্বাস্যভাবে রাতুল সব উত্তর ঠিক লিখেছে!

সেদিন থেকে সবাই রাতুলকে অন্য চোখে দেখতে শুরু করল। কিন্তু এর পেছনে ছিল এক গোপন কাহিনি।

কয়েক মাস আগে, রাতুলের এক দুষ্টুমি ধরা পড়েছিল। স্কুলের অধ্যক্ষ তার বাবাকে ডেকে পাঠিয়েছিলেন। বাবা খুব লজ্জা পেয়েছিলেন এবং রাতে তাকে বলেছিলেন, “আমি আমার সারা জীবনের সঞ্চিত সম্মান দিয়ে তোমাকে বড় করছি, যদি তুমি ভুল পথে যাও, তবে আমার নামটাই খারাপ হবে।”

বাবার সেই কথা রাতুলের মনে গেঁথে গিয়েছিল। সেদিনই সে সিদ্ধান্ত নিয়েছিল, “আমি আমার বাবার নামের মূল্য কমাবো না, বরং বাড়াবো!”

তারপর থেকেই সে নিজের জীবন বদলাতে শুরু করল। পড়াশোনায় মন দিল, দায়িত্বশীল হলো, এবং কয়েক বছরের মধ্যে সবাই তাকে শ্রদ্ধা করতে শুরু করল।

শেষ পর্যন্ত, রাতুল বড় হয়ে একজন সৎ ও সফল ব্যবসায়ী হলো। মানুষ তাকে সম্মান করে ডাকত, একজন বিশ্বস্ত মানুষ।

নাম শুধু একটা শব্দ নয়, এটা বিশ্বাস ও সম্মানের প্রতীক। নিজের কাজ দিয়ে নামের মূল্য বাড়ানোই প্রকৃত সাফল্য!

নাম শুধু একটা শব্দ নয়,বিশ্বাস ও সম্মানের প্রতীক

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন যথাযথ ভাবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রস্তুতিমূলক সভায় নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক মনি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুমান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, নবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ দাশ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসরাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেলিম হায়দার, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার শাহনাজ ইসলাম, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক রিয়াজুল করিম চৌধুরী, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, নাদামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, শিপ্রা রাণী চৌধুরীসহ সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় আগামী ১৯-২০ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ মাঠে দু’দিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।

 

নবীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

ফেসবুকে আমরা