কানাইঘাট সাতবাঁক ইউপির ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা

কানাইঘাট প্রতিনিধি::কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত শনিবার বিকেল ২টায় ইউনিয়ন কমপ্লেক্স হলে গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সাংবাদিক সুধীজনদের উপস্থিতিতে বাজেট পেশ করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নূর। প্রস্তাবিত বাজেটে সব মিলিয়ে আয় ৫ কোটি ৫৬ লাখ ৪৫ হাজার ২শ ৩৩ টাকা দেখানো হয়েছে। বাজেটে রাজস্ব আদায় ও নাগরিকবৃন্দের সেবা প্রাপ্তির উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে ছোট এ ইউনিয়নের বাজেট অর্থের দিক থেকে অন্যান্য ইউনিয়নের চেয়ে অনেক বেশি। বিগত ১৭-১৮ অর্থ বছরের সাতবাক ইউনিয়নের ৯ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ছিল। এবারের বাজেট অর্থের দিক বিগত বাজেট থেকে কম হওয়ায় সাতবাক ইউপির সাবেক চেয়ারম্যান জেলা আ’লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোস্তাক আহমদ পলাশ উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদের রাস্তা-ঘাট অবকাঠামো উন্নয়ন প্রায় সমাপ্তের পথে তাই এবারের বাজেটের আকার ছোট করা হয়েছে। তারপরও ইউনিয়নের কয়েকটি নতুন গুরুত্বপূর্ণ রাস্তা পাকা করনের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান সংষ্কারের জন্য সরকারী উদ্যোগে বড় ধরনের অর্থ বরাদ্ধ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। ইউনিয়নের আর্থ সামাজিক উন্নয়নে তিনি সব সময় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের পাশে থাকবেন বলেন ঘোষনা দেন। বাজেট অধিবেশনে সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নূর বলেন, সাতবাঁক ইউপি দেশের একটি শ্রেষ্ঠ মডেল ইউনিয়ন। আর এ ইউনিয়নের উন্নয়নের রুপকার হচ্ছেন, ইউনিয়নের বারবার নির্বাচিত সফল সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ। তার হাত ধরে সরকারী ভাবে এ ইউনিয়ন কয়েকবার পুরস্কৃত হয়েছে। উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র বিমোচন, বিদ্যুতায়ন, স্যানিটেশন, নদী ভাঙ্গন প্রতিরোধ, হাওর উন্নয়ন, ইউনিয়নের প্রদত্ত সব ধরনের সেবা প্রাপ্তির মাধ্যমে সাতবাঁক ইউনিয়ন আজ একটি আলোকিত মডেল ইউনিয়নে পরিণত হয়েছে এর দাবীদার হচ্ছেন মোস্তাক আহমদ পলাশ। এসব কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়নের সম্মানিত নাগরিকবৃন্দ সুধীজন, সাংবাদিকদের অকুণ্ঠ সহযোগিতা ছিল বলে তিনি তার বাজেট বক্তৃতায় উল্লেখ করেন এবং বাজেট বাস্তবায়নে সকল মহলের সহযোগিতা কামনা করেন তিনি। ইউপি সচিব এখলাছুর রহমানের সার্বিক উপস্থাপনায় উন্মুক্ত বাজেট অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ কাজলশাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রশিদ বাহাদুর, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাক নিজাম উদ্দিন, রহিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা শরীফ উদ্দিন, যুব নেতা আলী আহমদ, জুলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ। ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হেলাল উদ্দিন মামুন,শফিক আহমদ, নজরুল ইসলাম, রইছ উদ্দিন, জাহাঙ্গির শামিম কামরুল, শাহিকুল আলম, ফারুক আহমদ, আয়তুন নেছা, ছালমা বেগম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা