নোয়াখালী প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতি নোয়াখালী অঞ্চলের উদ্বোগে বাজেট প্রস্তাবনা-২০১৯-২০ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির নোয়াখালী অঞ্চলের আহবায়ক মোঃ মোস্তফা কামাল। প্রধান বক্তা ছিলেন, চৌমুহনী সরকারি এস.এ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর প্রনীন্দ কুমার দাশ।
অনুষ্ঠান পরিচালনা করেন, সমিতির আজীবন সদস্য দাগন ভুঞা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবদুর রহমান। উক্ত সংবাদ সম্মেলনে স্কুল কলেজের শিক্ষক, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বক্তাগন আগামী বাজেটে অর্থনীতি সমিতির যে প্রস্তবনায় সেগুলো বাস্তবায়নের জোরদাবি জানান। তারা আরো বলেন, এ বাজেট হতে হবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ এবং তা থেকে উন্নত দেশে রূপান্তরের দলিল।
Leave a Reply