ইনাতগঞ্জ ফাঁড়িকে থানায় রুপান্তরিত করণে  মতবিনিময় সভা।

আলী জাবেদ মান্না,:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের ‘ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি’ থানায় রুপান্তরিত করণের লক্ষ্যে ১ও২নং ইউনিয়নের সাথে যোগাযোগের স্বার্থে ৩নং ইউপি চেয়ারম্যান বজলু রশিদ সাহেব এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ৭ মার্চ (শনিবার) ইনাতগঞ্জ পূর্ব বাজারে ‘ইনাতগঞ্জ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জনাব বজলু রশিদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, ৩নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমেদ পাঠান, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদি, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আব্দুল খালিক,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান (কন্টাকটার) , ৪নং ইউনিয়নের আওয়ামিলীগ সভাপতি গোলাম হোসেন, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের বিএনপি সভাপতি বায়াত উল্লা, ফুলজার উদ্দিন, জানার আহমদ,আমিনুর রহমান, শাহিন আহমেদ, আঃ শহিদ, জাহাঙ্গীর আলম, আঃ বাছিত ও বাবলু আহমেদ প্রমুখ সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গণ। এসময় উপস্থিত বক্তারা বলেন, নবীগঞ্জ পুলিশ থানা আমাদের থেকে অনেক দুরে থাকার কারণে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকি। তাই আমাদের নবীগঞ্জ উত্তরাঞ্চল ১,২,৩ও ৪ নং ইউনিয়ন পরিষদের জনসাধারণ যদি এক হয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িকে থানা পর্যায় রুপান্তরিত করণের উদ্যোগ নেই তাহলে ইনাতগঞ্জ বাজারে একটি পুলিশ থানা হবে বলে মনে করেন সচেতন সমাজ। তাই ১ও২ নং ইউনিয়ন পরিষদের সবার সাথে যোগাযোগ করার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সকল ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে সবার সম্মতিক্রমে আগামী ১৪ মার্চ (শনিবার) ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বসার আশা ব্যাক্ত করে আজকের প্রাথমিক সভার সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি বজলুর রশিদ চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা